প্রকাশিত: Sun, Mar 24, 2024 12:32 PM
আপডেট: Tue, Apr 29, 2025 4:03 AM

[১]বিএনপি মহাসচিব পরির্বতনের জোর গুঞ্জন, স্থায়ী কমিটির শূন্য পদে আসছে নতুন মুখ

শাহানুজ্জামান টিটু: [২] মহাসচিব পদে পরির্বতনের বিষয়টি সামনে আনেন খোদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই। তিনি কারামুক্তির পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে নিজের শারীরিক অবস্থার কথা জানান। গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালনে নিজের অক্ষমতার কথাও তুলে ধরে মহাসচিব পদ ছেড়ে দিতে আগ্রহ প্রকাশ করেন বলে জানা যায়। তবে বিএনপি চেয়ারপারসন বিষয়টি প্রথমে আমলে না নিয়ে তাকে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু মুক্তির পর থেকে মির্জা ফখরুলকে রাজনৈতিক কোনো কর্মসূচিতে দেখা যায়নি। এই প্রেক্ষাপটে বিএনপি মহাসচিব পদে নতুন কাকে দায়িত্বে আনা যায় সে বিষয়ে দলটির শীর্ষ নেতাদের মধ্যে চলছে আলোচনা।

[৩] অন্যদিকে মির্জা ফখরুল ইসলামের মত একজন সর্বজনগ্রহণযোগ্য জনপ্রিয় নেতার মহাসচিব পদ থেকে অব্যাহতির প্রসঙ্গটি দলের নেতাকর্মীদের মধ্যে অস্বস্তি তৈরি করেছে। দলের দায়িত্বশীল নেতাদের কেউ কেউ বলছেন, এটা নতুন কিছু নয়। দলের প্রয়োজনে নেতৃত্বে পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া।

 [৪] সূত্র জানায়, বিএনপি মহাসচিব পদে এই মুহূর্তে দায়িত্বশীল কোনো নেতা দায়িত্ব নিতে রাজি হচ্ছে না। দলের গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতিতে অনুপস্থিত। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারও বয়সের কারণে দায়িত্ব নেওয়ার মত অবস্থায় নেই। ড. আবদুল মঈন খান রাজনীতিতে সক্রিয় রয়েছেন কিন্তু তার মহাসচিবের মত পদে দায়িত্বপালনে তাকে যোগ্য মনে করা হয় না। মির্জা আব্বাস শারীরিক কারণে এই পদে আগ্রহী নন। আমীর খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম খান এই পদে আগ্রহ দেখাচ্ছেন না। গয়েশ্বর চন্দ্র রায়কে মহাসচিব হিসেবে মানতে রাজিজ নন দলের অনেকেই। এছাড়া স্থায়ী কমিটির অন্য সদস্যদের মধ্যে এই মুহূর্তে মহাসচিব পদে দায়িত্ব পালনের মত অবস্থায় নেই কোনো নেতা। ফলে এই পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিকল্প নিয়ে বিপাকে পড়তে হচ্ছে বিএনপির হাইকমাণ্ডকে।   

[৫] মহাসচিব পদে পরিবর্তন জোর গুঞ্জনের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, দল পুনর্গঠন চলমান একটা প্রক্রিয়া। তাই এটা নিয়ে মন্তব্য করার কিছু নেই।

[৬] বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমদ জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ। তিনি নিজেও চলে যেতে চান। বিএনপিতে চেয়ারপারসন সব ধরনের সিদ্ধান্ত নেন। তিনি পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। 

[৬.১] তিনি বলেন, দল পুনর্গঠন করা প্রয়োজন। যোগ্য ব্যক্তিদের কেনো পদায়ন করা হয় না; এটা আমি বুঝতে পারি না। দুই তিনজনের মিলে সিদ্ধান্ত না নিয়ে ১২/১৩ জন মিলে সিদ্ধান্ত নিলে তো ভালো হয়। 

[৭] মহাসচিব পদে পরিবর্তনের পাশাপাশি স্থায়ী কমিটির শূন্য পদেও নতুনদের আনার প্রক্রিয়া চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব